অগ্নি ঝরা মার্চ

52

জেড.এম. শামসুল :
অগ্নি ঝরা ২২ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে বাঙালির স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর তার বাসভবনে একটি বিদেশী টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে বললেন সাড়ে ৭ কোটি বাঙালির একমাত্র আমিই বৈধ প্রতিনিধি। তাই একমাত্র আমারই অধিকার রয়েছে এইদেশ শাসন করার।
এই ঘোষণার মধ্য দিয়েই বঙ্গবন্ধু সরাসরি পাকিস্তানের অধীনত্ব অস্বীকার করলেন। এবং দেশবাসীকে স্বাধীনতার অবিচল লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অসহযোগ আন্দোলনের ১৯তম দিবস অতিক্রম হয় আজ। এদিন বঙ্গবন্ধু তার বাসভবনের সামনে কয়েকটি সমাবেশে বলেন, একটি ঐক্যবদ্ধ জাতিকে রেয়নেট, বুলেট, মেশিনগান দিয়ে দমিয়ে রাখা যাবে না। কোন জাতির পক্ষে আত্মত্যাগ ও শৃঙ্খলা ছাড়া কোন কিছু সম্ভব নয়। ২৩ মার্চ পাকিস্তান দিবসের পরিবর্তে বঙ্গবন্ধু সারাদেশে প্রতিরোধ দিবস পালনের আহ্বান জানান।
এই দিন অপর এক বিবৃতিতে বঙ্গবন্ধু স্বাধীনতার লক্ষ্যে অর্জনে যেকোনও ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি শত্র“র মোকাবেলার জন্য ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, বাঙালির দাবি ন্যায় সঙ্গত। জয় আমাদের সুনিশ্চিত।