বিদ্যুতায়ন অনুষ্ঠানে সেলিম উদ্দিন এমপি ॥ কানাইঘাটের প্রতিটি ঘরে ১৮ সনের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে

46

কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এম.পি বলেছেন, সরকারের অঙ্গীকার অনুযায়ী ২০১৮ইং সনের মধ্যে কানাইঘাট-জকিগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। সেই লক্ষ্যে কানাইঘাটের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগের কাজ এগিয়ে চলছে। তিনি আরো বলেন, বিদ্যুতায়নের পাশাপাশি প্রতিটি এলাকায় রাস্তাঘাট, ব্রিজ, কালর্ভাট, নদী ভাঙ্গনরোধ সহ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবধরনের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হচ্ছে। তার নির্বাচনী এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক রয়েছেন, উল্লেখ করে তিনি আরো বলেন- দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। কানাইঘাট-জকিগঞ্জের মানুষের সকল মৌলিক দাবী দাওয়া ইন্শাআল্লাহ সম্পন্ন করা হবে। উন্নয়নের ক্ষেত্রে দলমত নির্বিশেষে তিনি সকলের সহযোগিতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এ জনপদের মানুষের ভালবাসা নিয়ে তিনি আগামী দিনে অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করতে আগামী সংসদ নির্বাচনে প্রতিদন্ধিতা করবেন বলে ঘোষনা দেন। সেলিম উদ্দিন এমপি মঙ্গলবার সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ কানাইঘাট জোনাল অফিসের উদ্যোগে কানাইঘাটের ঝিংগাবাড়ী ইউ.পির বাঁশবাড়ী গ্রামে সরকারী অর্থায়নে প্রায় সাড়ে ২০ লক্ষ টাকা ব্যয়ে ১১৭টি পরিবার এবং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউ.পির ভাটিবারাপৈত গ্রামে সাড়ে ৬৭ লক্ষ টাকা ব্যয়ে ৪৫৪টি পরিবারে শুভ বিদ্যুতায়ন উপলক্ষে এলাকাবাসী কর্তৃক আয়োজিত পৃথক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিকেল ৩টায় লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউ.পি চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদের সভাপতিত্বে ও ছাত্রনেতা ফারুক আহমদের পরিচালনায় ভাটিবারাপৈত গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি আব্দুস শহিদ লষ্কর বশির, পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জিএম আবু হানিফ মিয়া, কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লা, দিঘীরপার ইউ.পির চেয়ারম্যান আলী হোসেন কাজল, উপজেলা জাপার সাধারন সম্পাদক বাবুল আহমদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, চরিপাড়া রহিমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা শরীফ উদ্দিন, জাপানেতা নুরুল আমিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পি জাপার সাধারন সম্পাদক বিলাল আহমদ, কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় ছাত্র সমাজ নেতা বেলাল হোসেন, ভাটিবারপৈত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছয়েফ উদ্দিন, জাপা নেতা ইউ.পি সদস্য কামরুল ইসলাম, আব্দুল বাছিত, সমাজকর্মী আব্দুর রহমান জীবন সহ আ’লীগ ও জাপার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এলাকাবাসী এমপি সেলিম উদ্দিনের কাছে অবহেলিত লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউ.পির দেওসই নদীর উপর ব্রিজ নির্মাণ সহ বিভিন্ন দাবী দাওয়া তোলে ধরলে পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।