ইসলামী ঐক্যজোটের মহানগর প্রতিনিধি সম্মেলনে বক্তারা ॥ সরকারের এক তরফা নির্বাচনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে

68

ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের প্রতিনিধি সম্মেলনে বক্তারা বলেন, দেশে আজ ঈমান, ইসলাম, গণতন্ত্র ও মানবতা নিরাপদ নয়। সর্বত্রই অবিচার, জুলুম, নির্যাতন, গুম, খুন, চালিয়ে যাচ্ছে সরকার। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। বর্তমান সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সংসদ নির্বাচন এক তরফা কারচুপির মাধ্যমে অবৈধ সরকার গঠন করে দেশের জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে ইসলামী সকল জোট ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সরকারের পাতানো এক তরফা নির্বাচনের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সময়ের দাবী। সম্মেলনে বক্তারা বলেন, দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত ব্যতিত কোন অবস্থাতেই দেশের সঠিক উন্নয়ন ও শান্তি ফিরে আসবে না।
ইসলামী ঐক্যজোট কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী হাফিজ মাওলানা ফখরুল আলম সিরাজীর পরিচালনায় ইসলামী ঐক্যজোট সিলেট মহনগর প্রতিনিধি সম্মেলন গতকাল ১৭ মার্চ শনিবার নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান শায়খুল হাদীস মাওলানা আব্দুল মতিন ধনপুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রিয় নির্বাহী সভাপতি শায়খুল হাদীস মাওলানা মনছুরুল হাছান রায়পুরী, সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাছান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রিয় নায়েবে আমীর ও সিলেট জেলা সভাপতি প্রিন্সিপাল শায়খ মাওলানা নাসির উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি মুহাদ্দিস মাওলানা গাজী রহমত উল্লাহ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টি কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, সিলেট জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী, ইসলামী ঐক্যজোট সুনামগঞ্জ জেলা সভাপতি পীরজাদা মাওলানা ইসহাক আমিনী, সেক্রেটারী আওলাদে ওলী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল তারাপাশী, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আসাদ উদ্দিন, সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, নগর সহ সভাপতি মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আলমগীর হোসেন, মহানগর বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, ক্বারী আবু ইউসুফ চৌধুরী, মুফতি আনোয়ারুল হক, মাওলানা আব্দুল হাফিজ মাসুদ, হাফিজ মাহমুদুল হাসান, হাফিজ হোসেন আহমদ, আনসার আলী, মাওলানা নূর হোসেন কাসেমী প্রমুখ। বিজ্ঞপ্তি