সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় শাল্লার প্রাণী সম্পদ অফিসারসহ দু’জনের মর্মান্তিক মৃত্যু

35

ছাতক থেকে সংবাদদাতা :
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কে লেগুনা-মোটর সাইকেল সংঘর্ষে সেলিম আহমদ (৩৫) নামে একজন ঘটনাস্থলে মারা গেছে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধিন অবস্থায় আবদুল মোত্তালিব নামের অপর ব্যক্তি মারা যায়। ঘটনাটি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সড়কের চিকনিখাড়া ব্রিজ সংলগ্ন একশগজ দক্ষিণ পার্শ্বে ঘটেছেন। নিহত দু’জনই মোটর সাইকেলের আরোহি ছিলেন বলে জানা গেছে।
জয়কলস হাইওয়ে পুলিশের এস আই শরিফ মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৩জন আরোহিসহ মোটর সাইকেলটি সুনামগঞ্জের দিকে যাওয়ার পথে চিকনীখাড়া নামক ব্রিজের একশগজ দক্ষিণ পার্শ্বে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে দ্রুতগামীর ইমা-লেগুনার সংঘর্ষ ঘটে। এ সময় মোটর সাইকেল উল্টে গেলে ঘটনাস্থলে সেলিম আহমদ নামের এক ব্যক্তি মারা যায়। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার নবিনগর গ্রামে। হাসপাতালে নেয়ার পর মারা গেছেন শাল্লা উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মোত্তালিব। নিহত আবদুল মোত্তালিবের বাড়ি টাঙ্গাইল জেলায়। আবদুস সালাম নামের আহত অপর ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে দূর্ঘটনার পর ঘাতক চালক ইমা লেগুনা নিয়ে পালিয়েছে। লাশ দুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।