বিশ^ম্ভরপুরের অনন্তপুরে গ্রামীণ সালিশে ৩ অপরাধীকে দন্ডাদেশ

34

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে গ্রামীণ সালিশে ৩ অপরাধীকে দোষী সাব্যস্তক্রমে ৩ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। সে সাথে হাঁসের খামারী সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কাচা মিয়াকে তার খামারে থাকা অতিরিক্ত ১৪টি হাঁস নি:শর্তভাবে ক্ষতিগ্রস্ত খামারী অনন্তপুর নিবাসী মাফিকুল আলমকে প্রদানের জন্য রায় প্রদান করা হয়েছে। ১০ মার্চ শনিবার বিকেল ৪ টায় অনন্তপুর গ্রামের পিছনের মাঠে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে এ রায় প্রদান করা হয়। বিশিষ্ট মুরুব্বী রাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলাল, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নেছার আহমদ শাহ, ৩নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান, সাবেক মেম্বার জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন দুলাল, জাপা নেতা ওয়াহেদুজ্জামান তালুকদার, শহীদ মিয়া, আশরাফুল আলম, শাহ আলম, আব্দুল কাইয়্যুম, আব্দুল হক ও সাংবাদিক মাওলানা শফিউল আলম প্রমুখ। উল্লেখ্য গত ৩রা মার্চ অনন্তপুর গ্রামের মাফিকুল আলমের ৭০টি হাঁস হারিয়ে যায়। পরে ৬টি হাঁস নোয়াগাঁও গ্রামের কাচা মিয়ার খামার থেকে উদ্ধার করা হয়। বাকী হাঁসগুলো উদ্ধারের জের ধরে প্রতিপক্ষের হাতে ৪ মার্চ রবিবার সকাল ৮টায় মাফিকুল আলমের বড় ভাই ছয়ফুল আলম ও তার স্ত্রী আকলিমা বেগম আহত হন। পরে জখমীদেরকে জেলা সদর হাসপাতাল ও বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিবিৎসা দেয়া হয়। সালিশে এ ঘটনার জন্য দায়ী করে দন্ড দেয়া হয় স্থানীয় বাগুয়া গ্রামের শহিবুর রহমান, উজ্জল ও শাহ কামালকে। উভয়পক্ষ সালিশের রায় সন্তোষজনক হওয়ায় মেনে নেন।