গোলাপগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নাহিদ ॥ বিগত সরকারের আমলে প্রেস থেকে এক মাস আগেই প্রশ্ন ফাঁস হয়ে যেত

30

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নাহিদ নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন আমরা প্রযুক্তি ব্যবহারে বিশে^র সাথে তাল মিলিয়ে চলছি। প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে প্রেস থেকে এক মাস আগেই প্রশ্ন ফাঁস হয়ে যেত। তখন প্রযুক্তির এত উন্নয়ন ছিল না বিধায় প্রশ্ন ফাঁসের বিষয়ে বেশির ভাগ মানুষ বুঝতে পারতো না। যেকোন বিষয় মুহুর্তের মধ্যে দেশ তথা বিশে^র যে কোন প্রান্তে পৌছাতে সময় লাগে না। আমাদের প্রশাসনিক কঠোর নজরদারি থাকা সত্যেও কিছু অসাধু চক্র নানা অপ কৌশল অবলম্ভন করে প্রযুক্তির অপ ব্যবহার করে প্রশ্ন ফাঁস করে ফেলে। কিন্তু প্রশ্ন ফাঁস বিষয়ে সরকার অকল্পনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত কিছু অসাধু ছাত্র-শিক্ষকসহ ঐ চক্রের ১৫৩ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়ামে টেকাব শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের আওতায় কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধার সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভা মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, সমাজ সেবা অফিসার তানজিলা তাসনিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, খায়রুল আমিন, সমবায় অফিসার জামাল মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা এম আব্দুল ওয়াদুদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী,ভাদেশ^র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা মাষ্টার জহির উদ্দিন,উপজেলা যুবলীগ নেতা আলীম উদ্দিন বাবলু, ফখরুল ইসলাম, আব্দুল্লাহ, শামীম আহমদ, ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ, লক্ষীপাশা ইউপি সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলালীগ নেত্রী নাজিরা বেগম শিলা, জেলা ছাত্রলীগ নেতা জাফরান জামিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হরে কৃষ্ণ সরকার, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, উপজেলা ছাত্রলীগ নেতা এমদাদুল ইসলাম, পৌর ছাত্রলীগ সহ-সভাপতি সুহেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ৭৫ জন দুস্থদের মাঝে প্রতি জনকে ২ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে টেকাব প্রকল্পের আওতায় ৪৫ জন প্রশিক্ষণার্থীকে সনদ বিতরণ করেন।