দোয়ারায় ৩য় ও ৪র্থ শ্রেণীর নিয়োগ বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

34

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজার উপজেলায় সম্প্রতি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নিয়োগ বাতিলের দাবিতে উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধাগণের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সম্প্রতি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ৩০% মুক্তিযোদ্ধা কোটা রক্ষিত না হওয়ায় নিয়োগ বাতিলের দাবী জানিয়েছেন মুক্তিযোদ্ধাগণ। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রধান করেন মুক্তিযোদ্ধাগণ। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফর আলীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার মনফর আলী, সাংগঠনিক সম্পাদক সামছুল হক, আব্দুল হালিম বীর প্রতীক, মো.আব্দুল মজিদ বীর প্রতীক দোহালীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. ফখর উদ্দিন, মুক্তিযোদ্ধা নসু মিয়া, নুরুল ইসলাম, আব্বাস আলী, ছমির উদ্দিন, ফারুক মিয়া, লাল মিয়া, রহমত উল্লাহ,আব্দুল কাদির, প্রিতিশ চন্দ্র চক্রবর্তী, মো. ফয়েজ উদ্দিন আহমদ, চান মিয়া, মকবুল আহমদ, আব্দুল বারেক, শওকত আলী, জমির আলী, প্রবির চন্দ্র রায়, মো.মুকলেছ আলী, ইয়াকুব আলী, কাছম আলী, আজিম উদ্দিন মাষ্ঠার, আলফাজ উদ্দিন, আব্দুর রশিদ, নুরুল হক, উস্তার আলী, হোসেন আহমদ, আনোয়ার ফরিদ, ইব্রাহীম আলী, এমরান হোসেন।