অগ্নি ঝরা মার্চ

68

জেড.এম. শামসুল :
অগ্নি ঝরা ১২ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রাম তীব্রতর আকার ধারণ করে। দেশের বিভিন্ন স্থানে চলে খন্ড খন্ড মিছিল ও পাকিস্তানী বাহিনীর সাথে সংঘর্ষ। এসব সংঘর্ষে হতাহতের সংখ্যা বাড়তে থাকে। বাঙালির রক্তে রঞ্জিত হতে থাকে রাজপথ। চলতে থাকে অসহযোগ আন্দোলন। এদিন বাঙালি সিএসপিরা অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রদান করেন। এদিন মাওলানা ভাসানী ময়মনসিংহের এক জনসভায় স্বাধীনতার জন্য বাঙালি শেখ মুজিবুরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিন তিনি বলেন, বাঙালি জাতি আজ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি বলেন, কোনও শাসনতন্ত্র রচনার জন্য বাঙালির আর কোন অবকাশ নেই। এই দিনে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে সিএসপি ও ইপিসিএস সদস্যরা বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেন। তারা আওয়ামী লীগের রিলিফ ফান্ডে এক দিনের বেতন প্রদানের ঘোষণা দেন। এদিনের সমাবেশ শেষে বিশাল একটি মিছিল ঢাকা শহর প্রদক্ষিণ করে ধানমন্ডির ৩২নং ভবনে গিয়ে শেষ হয়। ঢাকাসহ দেশব্যাপী স্বাধীনতা সংগ্রামে সভা-সমাবেশ অব্যাহত থাকে।