ঢাকেশ্বরী মন্দিরের জমি ফেরত সহ ৭ দফা দাবিতে মশাল মিছিল ও সমাবেশ

43

ঢাকেশ্বরী মন্দিরের ১৪ বিঘা জমি ফেরত পেতে এবং ধর্ম অবমানার দায়ে আনিস আলমগীরকে গ্রেফতার, ড. জাফর ইকবালের হত্যা প্রচেষ্টাকারী ও চাকমা রানী লাঞ্ছনাকারীদের বিচার, উপাসনালয়ে চলমান হামলা বন্ধ সহ ৭ দফা ও নির্বাচনী ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট নগরীতে মশাল মিছিল ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ।
গতকাল (১০ মার্চ শনিবার) শনিবার সন্ধ্যায় দেশব্যপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে মশাল মিছিল বের করা হয়। নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া মশাল মিছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট মৃত্যঞ্জয় ধর ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমরার দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, ট্রাইভেল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান দানেস সাংমা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক মলয় পুরকায়স্থ, সদস্য কৃপেশ পাল, ঐক্য পরিসদের কো চেয়ারম্যান ডিকন নিঝুম সংমা, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলেন্দু দে, সাধারণ সম্পাদক রাজু গোয়লা, দক্ষিণ সুরমা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নিরুপম চক্রবর্তি শুভ্র প্রমুখ। বিজ্ঞপ্তি