অগ্নি ঝরা মার্চ

60

জেড.এম. শামসুল :
আজ ১০ মার্চ। ১৯৭১ সালের এই দিনে গণহত্যার মুখে পড়ে বাঙালি জাতি। পাকিস্তানী বাহিনী বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়তে থাকে। শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, আমরা গণহত্যার হুমকির মুখোমুখি। এ হুমকি বাংলাদেশে সাড়ে ৭ কোটি মানুষের মৌলিক অধিকার তথা জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত সনদ লংঘনের হুমকি। তিনি আরো বলেন, মুক্তি অর্জনে বাংলার মানুষ অটুট থাকবে। পরদিন এ সংবাদ পত্রিকায় প্রকাশ পায়। আজকের এদিনে ঐতিহাসিক পল্টন ময়দানে এক জনসমুদ্রে মজলুম জননেতা মাওলানা ভাসানী ঘোষণা করেন যে, ৭ কোটি মানুষকে কেউ দামিয়ে রাখতে পারবে না। আর এ ব্যাপারে কোনও আপোষ করা সম্ভব নয়। মাওলানা ভাসানী জেনারেল ইয়াহইয়া খানকে অবিলম্বে ৭ কোটি বাঙালিকে স্বাধীনতা দানের আহ্বান জানান। জনমুদ্রের বিপুল হর্ষধ্বনির মধ্য দিয়ে তিনি বলেন, ইয়াহইয়া ২৫ মার্চের মধ্যে বাংলার মানুষের স্বাধীনতা মেনে নাও। না হলে শেখ মুজিবুর রহমানের সঙ্গে এক হয়ে সর্বাত্মক সংগ্রাম গড়ে তুলব। এদিনের সভায় ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে বাংলার মানুষের বীর হওয়ার আহ্বান জানান। এদিন মাওলানা ভাসানী বঙ্গবন্ধু ঘোষিত অসহযোগ কর্মসূচীর প্রতি সর্বাত্মক একাত্মতা প্রকাশ করেন।
অসহযোগ আন্দোলনের কর্মসূচী অব্যাহত থাকে। প্রতিদিন রাজপথে স্বাধীনতার দাবিতে অসংখ্য মিছিল চলতে থাকে। প্রতিদিন খন্ড খন্ড মিছিলের গন্তব্য ছিল ধানমন্ডির ৩২নং শেখ মুজিবুর রহমানের বাসভবন।