সুখ

60

মারজানা ইসলাম রুমি

তোমায় খুঁজেছি বহুরূপে, পথে-বিপথে
রোদ্রে দাড়িয়ে একা, কখনো পথে হেঁটে হেঁটে।

তোমায় খুঁজেছি বেলা-অবেলায় লজ্জাহীনতার প্রভাতে
অসহ্য যন্ত্রণা বুকের পাঁজরে, মাঝে-মাঝে নির্ঘুম রাতে।

তোমায় খুঁজেছি পড়ন্ত বিকেলের গৌধূলীর শেষ সীমান্তে
এলোমেলো অভিনয়ে, কখনো অশ্র“ ফেলেছি নীরবে-নির্জনে।

তোমায় খুঁজেছি বৈশাখী ঝড়ে ফাল্গুন মনে করে
অপবাদ গিয়েছি ভুলে, জীবনের ধ্র“বতারায় থাকবে বলে।

তোমায় খুঁজেছি শীতের কুয়াশায় তুষার হয়ে ঝরবে বলে
খোঁজার নিয়ম গিয়েছি ভুলে, তুমি দরজায় এসে গেছ ভেবে।

তোমায় খুঁজেছি বৃষ্টি ঝরা রাত্রি জেগে, কখনো মেঘ ফলিকার ঘর্ষণে
নিদ্রাহীনতার দ্রবনে ঝরিয়ে ফেলেছি তোমাকে, তোমায় পাবো বলে

তোমায় খুঁজেছি আলোকময় প্রহরের অন্ধকার অরণ্যে
হয়ত খুব দুরন্ত তুমি, তাই রয়েছো অজানার গহীনে

তোমাকে রেখেছি চলন্ত পথের সাজানো সীমানায়
কষ্ট বিলিয়ে দেব তোমার মাঝে, তুমি মিশে যাও আমায়

তোমায় খুঁজেছি শশীর আলোয় আর রবির কিরণে
প্রজ্জলিত আলো ভেদ করে ডুব দিয়েছি অজানায়

তবুও পাইনি তোমায়, তুমি নাকি আছো অনন্যায়- কই?
আমি তো দেখিনি তোমায়,
আছো এখন কোথায়? বলবে কি?