নিরক্ষরমুক্ত দেশ গড়তে বিদ্যালয় বিহীন গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করছে সরকার ———ইমরান আহমদ এমপি

48

গোয়াইনঘাট থেকে সংবাদদদাতা :
ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, নিরক্ষরমুক্ত দেশ গড়তে দেশের প্রত্যেকটি বিদ্যালয় বিহীন গ্রামে ধারাবাহিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করছে বর্তমান সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে। এক সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা যথা সময়ে পাঠ্য বই পেতো না। কিন্তু শেখ হাসিনার সরকার বছরের প্রথম দিন প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিচ্ছেন। তাইতো শেখ হাসিনার সরকারের সাফল্যের শীর্ষে বর্তমান শিক্ষা ব্যবস্থা।
বুধবার দুপুরে বিদ্যালয় বিহীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় গোয়াইনঘাট উপজেলার রাধানগর এলাকার হাজী আব্দুল হামিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ পৃথক দু’টি বিদ্যালয়ের উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা গোলাম কিবরিয়া রাসেল, পূর্ব জাফলং যুব লীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ, প্রধান শিক্ষিকা আসমা আক্তার, শিক্ষক হাফেজ হোসেন প্রমুখ।