সিলেটে নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত ॥ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণই বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল

76

স্টাফ রিপোর্টার :
নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশের মতো সিলেটেও আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সিলেটে ঐতিহাসিক ৭ মার্চ পালন করে আওয়ামী লীগ। গতকাল বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট মাহফুজুর রহমানসহ প্রমুখ।
সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আসাদ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক ও কাউন্সিলার আজাদুর রহমান আজাদ প্রমুখ।
এদিকে মহিলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হকসহ জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসআইইউ : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন এর নেতৃত্বে সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ৭ মার্চ এর আলোচনা সভায়, মানবিক অনুষদের ডিন প্রফেসর মুয়ীজুর রহমান এর সভাপতিত্বে, প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর ভাষণ বাঙালি জাতি-জনগোষ্ঠির মুক্তির কালজয়ী সৃষ্টি, এক মহাকাব্য। বহুমাত্রিকতায় তা বৈশিষ্ট্যমন্ডিত। শুধু বাঙালির জন্যই নয়, বিশ্ব মানবতার জন্যও অবিস্মরণীয়, অনুকরণীয় এক মহামূল্যবান দলিল বা সম্পদ। ইউনেস্কো সাম্প্রতিক সিদ্ধান্তে এটিই স্বীকৃত।
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার নসরত আফজা চৌধুরী, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসাইন সহ অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন : ইউনেস্কো কর্তৃক বিশ^ স্বীকৃত ও ৬৯-এ রেসকোর্স ময়দানে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে সিলেট মহানগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদর্শন ও প্রচার করা এবং আলোচনা সভা, বিকাল ৪টায় নগরীর তেররতন পয়েন্টে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সিলেট বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য ও ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শামীম আহমদের সভাপতিত্বে ও শাহপরাণ থানা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাবেক সভাপতি মুহিত আহমদ ভুট্টোর পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের অগ্নিঝরা মাসে এই ভাষণ বাংলার সমগ্র জনগণকে অসহযোগ আন্দোলনে উদ্বুদ্ধ করে ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। এই ভাষণের মূল মন্ত্র শুনে বাঙালি জাতিকে জাগিয়ে তুলে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দীর্ঘ ৯ মাসে ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই মাসেই বাংলাদেশ বিশে^র বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বলেন, ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণ আজ দেশবাসী সহ সারা বিশ^বাসীর সম্পদ হিসাবে স্বীকৃতি পেল।
সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ লুৎফুর রহমান ও মাষ্টার খায়ের আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সদস্য সচিব রুহুল ইসলাম মিঠু, যুগ্ম সম্পাদক মো: ফটিক মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সালাম, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা রানা ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো: রানা, জেলা যুবলীগ নেতা জব্বার আহমদ পাপ্পু, জেলা ছাত্রলীগ নেতা তারেক আহমদ, ওয়ার্ড যুবলীগ সভাপতি হোসেন আহমদ, যুগ্ম সম্পাদক মুমিনুল ইসলাম মুমিন, সাংগঠনিক সম্পাদক চঞ্চল চৌধুরী, যুবলীগ নেতা রিপন আহমদ, সৈয়দ নিয়াজ, আলাক আহমদ, সৌরভ চাকলাদার ও মিন্নত আহমদ প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে ৭ মার্চ বিকাল ২টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে লাঠি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডের দপ্তর কমান্ডার সুবেদার মেজর অব. রফিক উদ্দিন, মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলার সহকারী কমান্ডার ইকরাম আলী, সাবেক জেলার সহকারী কমান্ডার কুটি মিয়া,সদর উপজেলা কমান্ডার হাজ্বী এরশাদ আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার মো: কুটি মিয়া, যুদ্ধকালীন সময়ের কোম্পানী কামান্ডার বীর মুক্তিযোদ্ধা সুদির চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় সদস্য মো: আবু তাহের, বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধার সন্তান হাবিব আহমদ দত্ত চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ যুব কমান্ড সিলেট জেলার সভাপতি শাহীন আহমদ চৌধুরী নয়ন,সহ সভাপতি ওয়ালি মাহমুূদ, সাধারণ সম্পাদক বদরুল আহমদ বুলবুল, সহ মো: সাদিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, সদস্য শামীম আহমদ।
লাঠি মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সন্তান কমান্ড সিলেট জেলার সহ সভাপতি মো: সারওয়ার আহমদ চৌধুরী, মো: নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাজু, প্রচার ও প্রকাশান সম্পাদক মুহাম্মদ ফেরদৌস আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহি উদ্দিন রাসেল, আইন, হিসাব ও নিরীক্ষক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ছাব্বির আহমদ, শিক্ষা পাঠাগার ও মিলনায়তন সম্পাদক মাছুম আহমদ, সদস্য শাবুল আহমদ, মুজাম্মিল আহমদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সহ সভাপতি সৈয়দ এ কে রেদওয়ান, সাংগঠনিক সম্পাদক মো: আলাজুর রহমান, সহ সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক রজত রায়, ধর্ম সম্পাদক গোলাম কিবরিয়া, সমবায় ও প্রকল্প বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন লিটু, সহ সম্পাদক মৌরশ আলী, সদস্য জাকির হোসেন, ফয়জুদ্দিন, ইসলাম উদ্দিন, এম.এ হাদি, ফেরদৌস আলম প্রমুখ।
জেলা ও মহানগর শ্রমিকলীগ : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা ও মহানগর শ্রমিকলীগের উদ্যোগে বুধবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, জেলা ও মহানগর শ্রমিকলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস ছাত্তার, আব্দুল জলিল, জাহাঙ্গীর খান,জাকারিয়া আহমদ টিপু,কয়েছ আহমদ, ফয়ছল মাহমুদ, শফিক আহমদ, আতিয়ার রহমান, ছাদিকুর রহমান ছাদিক, মাছুম আহমদ তারেক, মোশারফ হোসেন জাকির,তাজ উদ্দিন খান আলম, নুর উদ্দিন আহমদ,জহির ইসলাম,সাইদ ইকবাল,নজমুল ইসলাম মাছুম, জকি খান, রাসেলুজ্জামান, মৌলানা সালাউািদ্দন ইকরাম, ধ্রুব জ্যোতি দে,সাকিল তালুকদার, শমিউল ইসলাম, মোসাহিদ খান, আদনান খান হেলাল, সালাউদ্দিন আহমদ মাছুম, ইদ্রিস আলী, নুরুজ্জামান আহমদ, আল মামুন টিপু, রিয়াদ আহমদ, কাউসার আহমদ, ফয়েজ আহমদ, টিপু সুলতান, সুমন দাশ, রেজানুল রহমান সেলিম, পার্থ দেব, কয়ছর আহমদ,বশির উদ্দিন, শফিক মিয়া, অলিউর রহমান অলি, নুরুজ্জামান প্রমুখ।
বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় র‌্যালিটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
সিলেট মহানগর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি সারোয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাসের পরিচালনায় র‌্যালিতে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের উপদেষ্ঠা আবু তাহের, অমর দেবনাথ, ফয়েজুল রহমান, সত্যজিৎ দাস, জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সদস্য সচিব ইমরান আহমদ রাজীব, মহানগর দর্জিলীগের সভাপতি কামাল আহমদ রাজু, মহানগর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সিনিয়র সহ-সভাপতি হিমেল দাস রিকি, সহ-সভাপতি কাওসার কামালী, আল আমিন রহমান, আতিফ আলামিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আরমান জিসান, আলমগীর ইসলাম তপু, সাংগঠনিক সম্পাদক হিমেল কান্তি দেব, ফাহাদ হোসেন সালমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ বদরুল ইসলাম, আক্তার রিয়ান, সহ-প্রচার সম্পাদক শেখ আহমদ জাহেদ, দপ্তর সম্পাদক আকাশ দেবনাথ, সৌরভ তরফদার, অর্থ বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ পাবেল আহমদ, জাহাঙ্গীর হাসান রনি, সমাজ কল্যাণ সম্পাদক জীবন দাস, রাহাত আব্দুস সহিদ, আন্তর্জাতিক সম্পাদক আরমান তোরন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাকদীর উল্লাহ জাকির, সিনিয়র সদস্য দ্বীপ চৌধুরী, সদস্য মোঃ সামাদ, মোঃ জাহাঙ্গীর, সায়হান, হোসাইন আহমদ, হাবীব, রুমান, মাহবুব, লায়েক আহমদ। ২নং ওয়ার্ড শাখার সভাপতি প্রীতম মিত্র প্রান্ত, সহ সভাপতি সাজল চন্দ্র, প্রাবল দেবনাথ, বিশাল চন্দ্র সেন, নয়ন মজুমদার সাগর, সাধারন সম্পাদক আবীর দে প্রান্ত সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আকাশ ধর, ক্রীড়া সম্পাদক সপ্নিল হালদার, কৃষি বিষয়ক সম্পাদক বন্ধন চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অতিন বিশ্বাস, তথ্য বিষয়ক সম্পাদক জয়দীপ সাহা রাতুল, সদস্য আনন্দ দাস উৎস, সাজিদুর রহমান, আজিম, অমৃত, রঞ্জন, সাব্বির, পিয়াল, দ্বিপ্ত। ৩নং ওয়ার্ড শাখার সভাপতি নিয়াশুল হাসান সৌরভ, সাধারণ সম্পাদক সারাফাত, সহ-সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, নিখিল চাকমা, সুনিল চাকমা। বিমান বন্দর থানা শাখার সভাপতি এ এইচ বিজয়, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, আলামিন খান, তারেক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমদ, সিনিয়র সহ-সভাপতি বাবলু নাথ জনি, উজ্জল নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক দোলন দেবনাথ, সহ-সভাপতি বিল্পব চক্রবর্তী, সহ-সভাপতি রাকিব হাসান, ইমরান আহমদ, নিলয় হাসান অপু, সাধারন সম্পাদক পাপলু আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান খালেদ, ফরিয়াদ রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন অপি, শাহরিয়ার ইমন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম জয়, প্রচার সম্পাদক ফয়ছল আহমদ, সহ-দপ্তর সম্পাদক মতিউর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক আলমাছ অলি, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম পিয়াস, শিক্ষা বিষয়ক সম্পদক রকিবুল হাসান নিরব। শাহপরান থানা শাখার এ এইচ আদনান, মাহের, সাগর, ডালিম, রাফি, কামরান, টিপু, শাওন, নওসাদ, ১৪নং ওয়ার্ড রাজীব খান, শাহীন, আসাদ, জনি, সোহেল খান, হৃদয় খান, রাজন আহমদ, আকাশ, রাহীম ইয়াসীন, সুজন খান, আকরাম, শামীম, রুম্মান, শাকিব।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। ৭ মার্চ বুধবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সহ সভাপতি মুহিবুস সালাম রিজবী, মুজিবুর রহমান মালদার, মোঃ জাহাঙ্গীর আলম, সফিকুল ইসলাম শফিক, এম. এ রশিদ, ধনজয় দাস ধনু, নজরুল হক রানা শেখ, ড. রকিবুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মুমিনুর রশিদ সুজন, গোলাম হাসান চৌধুরী সাজন, দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল, প্রকাশনা বিষয়ক সম্পাদক আতিকুল আম্বিয়া আতিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুয়েদুর রহমান চৌধুরী মনি, মহিলা বিষয়ক সম্পাদক খুবশেদা আক্তার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ ফাহাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মনজু, সহ দপ্তর সম্পাদক রিপন আহমদ, সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির আলম, সহ নাট্য বিষয়ক সম্পাদক ফাহাদ আহমদ রুমেল, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক শমসের আলী সম্বু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক ঝুটন পাল, সদস্য সাইফুল আলম সিদ্দিকী, আবুল কালাম প্রমুখ।