বিয়ানীবাজারে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

24

বিয়ানীবাজার থেকে সংবাদদাতা :
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিয়ানীবাজারে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে অংশ নেন অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
এছাড়া উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা মৎস্য অফিসার আহমদ কবির খান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর হারুনুর রশিদ প্রমুখ।
অভিযানে এমআরপিবিহীন মোড়কজাত পণ্য রাখায় ফুলকলিকে ৫ হাজার, পোড়া তেলের ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুতের জন্য তামিম রেস্টুরেন্টকে ৪ হাজার, মকবুল রেস্টুরেন্টকে ৪ হাজার, মেয়াদ ও মূল্যহীন পণ্য রাখায় বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ২ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় মা ফার্মেসীকে ৬ হাজার ও রহমান ফার্মেসীকে ৮ হাজার টাকা ও শ্রমিক ড্রাইভার রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সহযোগিতায় ছিলো বিয়ানীবাজার থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও ক্যাব সিলেট।