গোলাপগঞ্জে স্মরণ সভায় শিক্ষামন্ত্রী ॥ প্রকৃত দেশপ্রেমিক ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এম.এ ছালিক

113

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন প্রকৃত দেশপ্রেমিক ও একজন প্রকৃত ত্যাগী রাজনৈতিক ব্যক্তি ছিলেন মোঃ আব্দুস ছালিক। তিনি বলেন ভাদেশ্বর ইউনিয়নে যে সকল উন্নয়ন হয়েছে তার বেশির ভাগ ছালিক ভাইয়ের আন্তরিক প্রচেষ্টা ও আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে হয়েছে। ভাদেশ্বরবাসী আমাকে যে মায়া মমতা ভালোবাসা দিয়ে আসছেন এই বন্ধন তৈরী হয়েছে আপনাদের প্রিয় ব্যক্তিত্ব এমএ ছালিক এর মাধ্যমে। এমএ ছালিক যেকোন সময় আমার কাছে কোন কাজের কথা বললে আমি না করতে পারতাম না। এমএ ছারিক ছিলেন আওয়ামীলীগের একজন ত্যাগী নেতা। তিনি ছিলেন সৎ, যোগ্য ও মানুষের প্রতি উদারশীল। এলাকার প্রতিটি কাজের প্রতি দায়িত্বশীলতা সম্পন্ন একজন ভালো মানুষ। যেকোন ধরণের সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডে এমএ ছালিক ভাইয়ের সরব উপস্থিতি থাকত। ভাদেশ্বরবাসীর জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। ভাদেশ্বরের সকল উন্নয়ন হতো ছালিক ভাইয়ের হাত ধরে। ভাদেশ্বর আজ রাজনৈতিক অভিভাবক শূন্য। উনার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি আর শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমি দীর্ঘ ৪০ বছর পর এই প্রথম ছালিক ভাই ছাড়া ভাদেশ্বরে এসেছি। নতুন প্রজন্মের উনার সংগ্রামী জীবন থেকে অনেক কিছু শেখার আছে। শনিবার বিকাল ৪টায় ভাদেশ্বর নাগরিক কমিটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও ভাদেশ্বর ইউপির সাবেক চেয়ারম্যান এমএ ছালিক স্মরণে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ভাদেশ্বর নাগরিক কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিলাল উদ্দিন এর সভাপতিত্বে ও শিক্ষক জহির উদ্দিন এর পরিচালনায় বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের কার্য নিবার্হী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নসিরুল হক শাহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল আহমদ, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল ওয়াদুদ, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার লুৎফুর রহমান, আওয়ামী সেচ্ছাসেবক লীগ জেলা শাখার সদস্য মোহাম্মদ সহির উদ্দিন, জেলা বিএনপি নেতা সৈয়দ রেজাউল করিম আলো, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদির জিলানী, ভাদেশ্বর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল মতিন, ভাদেশ্বর পশ্চিম ভাগ জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি সায়েদ আহমদ, ভাদেশ্বর মহিলা কলেজ পরিচালনা কমিটির সদস্য নুরুজ্জামান চৌধুরী, ইউপি সদস্য আলা উদ্দিন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমুর পাল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী, নির্বাহী সদস্য জাহেদুর রহমান জাহেদ, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা আলীম উদ্দিন বাবলু, আমুড়া ইউপি আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, ফয়ছল আহমদ, ইব্রাহীম আলী, উপজেলা যুবলীগ নেতা আজমল হোসেন মনি, রাহী আহমদ, পৌর ছাত্রলীগের সহসভাপতি সুমন আলী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন। দোয়া পরিচালনা করেন ভাদেশ্বর মোকাম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব সৈয়দ রকীব আল হেলালী।