অগ্নি ঝরা মার্চ

38

জেড.এম. শামসুল :
অগ্নি ঝরা ৪ মার্চ আজ। ২ মার্চের স্বাধীনতার ইশতেহার দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। আন্দোলন মুখর দিনগুলোর মধ্যে আজ ফের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসহযোগ আন্দোলন অব্যাহত ছিল। ২মার্চ পল্টন ময়দানে ঘোষিত স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্রনেতাদের অন্যতম ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। এ ইশতেহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ঘোষণা দিয়ে আন্দোলনের দিক নির্দেশনা সহ দেশময় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় শপথ নেয়া হয়। এদিনই স্বাধীনতার ইশতেহারে জাতীয় সঙ্গীত হিসাবে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের “আমার সোনার বাংলা-আমি তোমায় ভালোবাসি” গানটির কয়েকটি পংক্তির কথা উল্লেখ করা হয়। এই দিনে ঢাকা সহ সারা দেশে সভা-সমাবেশ অব্যাহত থাকে।
এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে ইয়াহইয়া খানের এক তরফা ঘোষণার বিরুদ্ধে বাংলার বীর জনতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে অভিনন্দন জানান এবং তিনি বলেন, বিশ্ববাসী জানবে কিভাবে বাংলার বীর জনতা বুলেটের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করছে।