শিরোনামহীন কবিতা

21

খালেদ আহমদ সুমন

ক্রমেই ফুরিয়ে যাচ্ছে বয়সিনী পৃথিবীর সম্পদ। পৃথিবীর মতো-
দিনে দিনে ফুরিয়ে যাচ্ছে তোমার প্রাচীন যৌবন,

একদিন তোমার ঐ হারিয়ে যাওয়া ঐতিহ্য উপভোগ করতে
আর আসতে চাইবে না পুঁজিবাদীদের কামনাক্লিষ্ট সন্তানেরা,
সেদিন তুমি বুঝতে পারবে প্রেম এবং মেকী প্রেমের তফাৎ!