পরিচ্ছন্ন নগরী গড়তে বিভাগীয় প্রশাসনের র‌্যালি

43

স্টাফ রিপোর্টার :
এবার পরিচ্ছন্ন সিলেট নগরী গড়ার কার্যক্রম হাতে নিয়েছে সিলেট বিভাগীয় প্রশাসন। এর অংশ হিসাবে গতকাল বুধবার সকালে নগরীতে একটি র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া র‌্যালি গিয়ে শেষ হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। র‌্যালিতে সরকারি বেসরকারি দপ্তর, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। র‌্যালিতে নেতৃত্ব দেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মত নাজমানারা খানুম। এ কর্মসূচির সহযোগিতায় ছিল সিলেট সিটি কর্পোরেশন।
র‌্যালি শেষে শহীদ মিনার থেকে এসএমপির নির্ধারিত রুটে ১২টি পিকআপ প্রচারণায় অংশ নেয়। পিকআপে ২শ’ জন স্কাউট/রোভার স্কাউট প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে পরিচ্ছন্ন সিলেট নগরী গড়ার কর্মপরিকল্পনা তুলে ধরেন বিভাগীয় কমিশনার।