হবিগঞ্জে জাতীয় রাজস্ব বোর্ডের প্রশিক্ষণ কর্মশালা শুরু

44

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
বাংলাদেশে বাণিজ্য পদ্ধতি সরলীকরণ, বাণিজ্য ব্যয় হ্রাস ও অটোমেশনের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে উন্নয়ন সহযোগি সংস্থা ইউএসএইড বিটিএফএ এর সহযোগিতায় হবিগঞ্জে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউএসএইড এর প্রাইভেট এন্টারপ্রাইজ অফিসার প্যাটে গোটিয়ার। সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউএসএইড বিটিএফ এর পার্টি প্রধান ড. মো. খায়রুজ্জামান মজুদার, ইউএসএইডের কনসালট্যান্ট ড. ইউসুফ ও ডারমট জেনিংস। কর্মশালায় রিস্ক ম্যানেজম্যান্ট, নন ট্যারিফ ব্যারিয়ারস এবং রুলস অব অরিজিন বিষয়ক আলোচনায় বক্তারা বলেন, দেশের রপ্তানী আয় বর্তমানের চেয়ে ৬/৭ গুণ বাড়াতে হলে সংশ্লিষ্ট সকল অসঙ্গতি দূর করতে পারলে রাজস্ব আয় বৃদ্ধি পাবে। বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসাকে সহজিকরণ ও উদারীকরণ করা হচ্ছে। অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের কার্যকর ব্যবস্থা নিতে হবে। রিস্ক ম্যানেজম্যান্ট টেকনিকের মাধ্যমে কাস্টমস কর্মকর্তাগণকে দেশে মাদকসহ অবৈধ মালামাল প্রবেশ করছে কি-না সেদিকে নজর রাখতে হবে। স্বল্প সময়ের মধ্যে বিদেশ থেকে পণ্য আনা নেয়া এবং দ্রুত খালাস করার ব্যাপারে জটিলতা পরিহার করে উন্নত প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করতে হবে। ট্যাক্স ফাঁকি রোধ করার বিষয়েও সকলকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। বাহুবল উপজেলার দি প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত এ কর্মশালায় এনবিআর ও কাস্টমস এর কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন।