কানাইঘাটে পল্লীবিদ্যুতের কর্মকর্তাদের প্রাণ নাশের চেষ্টার ঘটনায় আলোচিত ফারুক গ্রেফতার

33

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিস-২ এর কর্মকর্তাদের উপর হামলা ও প্রাণ নাশের চেষ্টার ঘটনায় পল্লীবিদ্যুতের দায়েরকৃত মামলায় এলাকার আলোচিত ফারুক আহমদ (৫০) নামে এক ব্যক্তিকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। বাণীগ্রাম ইউপির বড়দেশ উত্তর গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র ফারুক আহমদের বাড়ীতে পল্লীবিদ্যুতের কয়েকজন কর্মকর্তারা গত রবিবার দুপুরে তার বকেয়া বিল বাকি থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিহ্ন করতে গেলে ফারুক আহমদ পল্লীবিদ্যুতের কর্মকর্তাদের ধারালো দা দিয়ে ধাওয়া দেয়। একপর্যায়ে সে পল্লীবিদ্যুতের কর্মকর্তাদের শারীরিক ভাবে নির্যাতন ও তার বাড়ীতে অবরুদ্ধ করে রাখলে এলাকার লোকজন ও পল্লীবিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের কর্মকর্তাদের উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনায় সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগ এনে কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লা রবিবার থানায় ফারুক আহমদকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ ফারুক আহমদকে ঐদিন গ্রেফতার করে।