সরকার গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে আন্তরিক —— মাহমুদ উস সামাদ এমপি

44

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য সেবা ও যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন সাধন করেছে। সরকারের মূল লক্ষ্য জনগণের চাহিদা পূরণে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সফল হয়েছেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী সোমবার সকালে ৩৮ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের কায়স্থ গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাবিলদার অবঃ আমির হোসেন সড়ক সিসি ঢালাই কাজ শেষে উদ্বোধনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বীর মুক্তিযোদ্ধা হাবিলদার আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রমা পদ দাস, সহকারী প্রকৌশলী ওয়াজিদুল হক, ইউপি সদস্য নূরুল ইসলাম মিফতার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া ও আব্দুল জব্বার, আওয়ামীলীগ মীর সাখাওয়াত হোসেন তরু, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর পরিচালক কামরানুল ইসলাম কামরান, মাহবুবুল হক জগলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি