লালমাটিয়ার ডাম্পিং গ্রাউন্ড স্থানান্তরের দাবিতে মতবিনিময়

46

দক্ষিণ সুরমার লালমাটিয়ায় সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের ডাম্পিং এলাকাটি অন্যত্র স্থানান্তরের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্টেশন রোডস্থ দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে শনিবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান ও কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবু জাহিদ সভাপতিত্ব কমিটির সদস্যসচিব সাংবাদিক এম আহমদ আলীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির সহ-সভাপতি হাজী আব্দুস ছত্তার, সমাজসেবী লায়েক আহমদ, আলী আহমদ খান, আহ্বায়ক কমিটির সদস্য আফজল উদ্দিন, মুর্শেদ আহমদ মুকুল, এডভোকেট খালেদ জুবায়ের, এম সিরাজ উদ্দিন, উজ্জল রঞ্জন চন্দ প্রমুখ। সভায় কর্ম পরিকল্পনাসহ ১০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বক্তারা বলেন, লালমাটিয়া এলাকায় প্রতিদিন ময়লা ফেলার কারণে এলাকার পরিবেশ দূষণ, কৃষি ও মৎস্য সম্পদের ক্ষতি এবং সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডসহ ট্রেন যাত্রীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। সড়কের পাশে ডাম্পিং এরিয়াটি থাকায় এই সড়ক দিয়ে যাতায়াত যেমন দুরূহ, তেমনি প্রায় ২ কিলোমিটার এলাকার বাতাস দূষিত হয়ে বসবাসকারী মানুষের শারীরিক ও পরিবেশগত সমস্যা হচ্ছে। এছাড়া, পার্শ্ববর্তী ভাড়েরা বিলসহ হাওর-বাওরের পানি বিনষ্ট হয়ে মৎস্য সম্পদের ক্ষতি সাধন হচ্ছে। পাশপাশি প্রায় ১শ’ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে এ এলাকার প্রায় ৫শ কৃষক ফসল উৎপাদন করতে গিয়ে বিভিন্ন রোগ বালাইয়ের শিকার হচ্ছেন। প্রতিদিন প্রায় ২৫০ থেকে ২৬০-৭০ মেট্রিক টন ময়লা এই ডাম্পিং এলাকায় ফেলা হয়। কিন্তু এর সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় হাসপাতাল ও ক্লিনিকের অপসারিত বর্জ্যসহ অন্যান্য বর্জ্য মানবদেহের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। এ থেকে উত্তরণের জন্য ডাম্পিং এলাকাটি অন্যত্র স্থানান্তর করার জন্য সভায় বক্তারা সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি