সিলেট সিটি কর্পোরেশন সহ সিলেটের ১৯টি আসনে জমিয়তের প্রার্থী

15

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কর্মী সম্মেলন ২৪ ফেব্র“য়ারি শনিবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কর্মী সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর উপস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ সিলেট বিভাগের ১৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সহ-সভাপতি ও সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন। প্রার্থীরা হচ্ছে- সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হচ্ছেন মাওলানা খলিলুর রহমান।
জাতীয় সংসদ নির্বাচনে সংসদ পদপ্রার্থীরা হচ্ছেন সিলেট-১ আসনে মাওলানা শায়খ আব্দুল আজিজ সিদ্দিকী, সিলেট-২ আসনে হাফিজ হোসাইন আহমদ, সিলেট-৩ আসনে মাওলানা নজরুল ইসলাম, সিলেট-৪ আসনে মাওলানা আতাউর রহমান, সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ আসনে হাজী শামসুদ্দিন। সুনামগঞ্জ-১ আসনে মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সুনামগঞ্জ-২ আসনে প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে প্রিন্সিপাল মাওলানা আবদুল বছীর, সুনামগঞ্জ-৫ আসনে মাওলানা শায়খ আবদুল হান্নান। হবিগঞ্জ-১ আসনে মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবদুর রব ইউসুফী, হবিগঞ্জ-৩ আসনে হাফিজ মাওলানা তাফহিমুল হক, হবিগঞ্জ-৪ আসনে মাওলানা নূরুজ্জামান। মৌলভীবাজার-১ আসনে মাওলানা বদরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনে মাওলানা আবদুল জব্বার, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা জামিল আহমদ আনসারী, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরে আলম হামিদী। বিজ্ঞপ্তি