গোয়াইনঘাটে নিরাপদ অভিবাসন নিশ্চিত করণে আলোচনা সভা

31

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে নিরাপদ অভিবাসন নিশ্চিত করণে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এফআইভিডিবি’র সহযোগিতায় ও ইউরোক্যাপের অর্থায়নে রবিবার গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের বেকারত্বের সমস্যা দূরীকরণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সাথে সঠিক পন্থা অবলম্বন না করার কারণে অনেকেই যাত্রাপথে বিপদগ্রস্থ হয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব জীবন যাপন করেন। এতে করে কর্মীর পাশাপাশি দেশও বঞ্চিত হয় মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন থেকে। অপর দিকে কর্মসংস্থানের জন্য যারা বিদেশে যেতে আগ্রহী তাদের জন্য অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার মাধ্যমে নিরাপদ অভিবাসনের বিষয়ে বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন নেতৃবৃন্দ।
এফআইভিডিবি’র ফিল্ড কো-অর্ডিনেটর সাবিকুন নাহার’র পরিচালনায় বক্তব্য রাখেন লেঙ্গুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, ইউপি সদস্য আব্দুল কাদির, আব্দুল মতিন, গোলাম আম্বিয়া কয়েছ, নুর আহমদ, সাদিকুৃর রহমান, আব্দুল্লাহ, হেলাল উদ্দিন, গোলাম আহমদ জিলানি, আলী আহমদ, কলিম উদ্দিন, শরিফ উদ্দিন, সজল মিয়া, আবুল হাসনাত, মাসুক আহমদ, বিশ্বজিৎ কুমার দাস প্রমুখ।