দোয়ারাবাজারে যুগ্ম সচিব অমিতাভ সরকার ॥ পিছিয়ে পড়া জনপদের নারীদের উন্নয়নে সৌহার্দ্য কর্মসূচির অগ্রগতি প্রশংসনীয়

51

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রসরাই গ্রামে সৌহার্দ্য-৩ কর্মসূচির অগ্রগতি পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব অমিতাভ সরকার বলেছেন, কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ঢাকা আহছানিয়া মিশনের মাধ্যমে বাস্তবায়নকৃত এই কর্মসূচির আওতায় পল্লী এলাকার দরিদ্র শ্রেণির জনগোষ্ঠীর বিশেষ করে নারীদের জীবন যাত্রার মান উন্নয়ন ঘটছে। নারীদের কে সচেতনতার পাশাপাশী অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে। এ বিষয়ে সৌহার্দ্যের সহযোগিতা ও পরামর্শ যথাযথভাবে পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান।’
রবিবার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রসরাই গ্রামে সৌহার্দ্য-ে৩ এর সহযোগিতায় নির্মিত কমিউনিটি রিসোর্স সেন্টারে গ্রাম উন্নয়ন কমিটি, একতা দল, কৃষক মাঠ স্কুল দল, সঞ্চয়ী দলের যৌথ বৈঠকে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলার সাবেক জেলা প্রশাসক ও যুগ্ম সচিব (অব.) ইকবাল হোসাইন খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ডক্টর জুলিয়া মঈন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, কেয়ার বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী সুব্রত কুমার সাহা, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক ওবায়দুল ইসলাম প্রমুখ।