ছাতকে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড

19

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। গতকাল রবিবার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সে বাল্য বিয়ে থেকে রক্ষা পায়। সে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের গাগলাজুড় গ্রামের ও এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক সম্মতিতেই সিংচাপইড় ইউনিয়নের সদুখালী গ্রামের বাসিন্দা কনের আপন ভগ্নিপতির সাথে বিয়ের দিন ধার্য করা হয়। প্রায় ৩ বছর আগে বোন মারা গেলে এসএসসি পরীক্ষার শেষ দিন ছন্দ নাম তাহমিনা সুলতানার বিয়ে তার ভগ্নিপতির সাথে ঠিক করে বিয়ের সকল আয়োজন সম্পন্ন করা হয়। কিন্তু সরকারী বিধি অনুযায়ী কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় বিয়েতে বাঁধ সাদে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহ খানের হস্তক্ষেপে বাল্য বিয়েটি পন্ড করে দেয়া হয় বলে জানা গেছে।