দক্ষিণ সুরমায় ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সভায় উত্তেজনা-হট্টগোল

56

স্টাফ রিপোর্টার :
জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্র-২১৫৯) এর নির্বাচনী সাধারন সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমা বাইপাস রোডে সাউথ সুরমা কমপ্লেক্সে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এই নির্বাচনী সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর সাথে সাথে শ্রমিকরা তাদের দাবী কেন্দ্রীয় ফেডারেশনের নেতাদের কাছে তুলে ধরেন। দাবী মেনে না নিলে তারা আন্দোলনের হুমকি দিলে উত্তেজনা দেখা দেয়। শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সরকার সমর্থিত শ্রমিকরা সভাস্থলের বিপরীত পাশে রাস্তায় বসে থাকেন। সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এর এই ত্রি-বার্ষিক নির্বাচনী সাধারন সভায় শ্রমিকরা দাবী করেন কেন্দ্রীয় ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর উপস্থিতিতে সাবেক সভাপতি আবু সরকারসহ সাবেক অন্যান্য পদের ৩৩ জন নেতৃবৃন্দের গঠনতন্ত্র পরিপন্থি বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। তারা বলেন, বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ ২৭ ফেব্রয়ারী শেষ হবে। তাই মেয়াদ শেষে এডহক কমিটি গঠন করে ৪৫ দিনের মধ্যেই নির্বাচনে সকল প্রার্থীর অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দফায় দফায় চরম উত্তেজনা দেখে সাধারণ সভা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষনা করেন কেন্দ্রিয় ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজল বলেন, শ্রমিক ইউনিয়নের সাধারন সভায় উত্তেজনা দেখা দেয়। অপ্রীতিকর কোন ঘটনা যাতে না ঘটে সে জন্য আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।