শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত সূচনা করেছে ইউরোকিডস – অমিত সিং

26

সিলেট নগরীর সুবিদবাজারে রয়েল এডুকেয়ার লিমিটেড (আরইএল) পরিচালিত ইউরো কিডস্ ইন্টারন্যাশনাল প্রি-স্কুলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনয়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্কুল প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রয়েল এডুকেয়ার লিমিটেডের ডিরেক্টর ফাহিম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউরো কিডস্ ইন্টারন্যাশনাল এর সিইও অমিত সিং।
প্রধান অতিথির বক্তব্যে অমিত সিং বলেন, ‘ইউরো কিডস্ আধুনিক পদ্ধতিতে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যুগোপযোগী করে গড়ে তুলে। গতানুগতিক শিক্ষার পরিবর্তন করে ব্যতিক্রমধর্মী ও আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিশুদের গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত সূচনা করেছে ইউরোকিডস।’
ইউরো কিডস্ স্কুলের প্রিন্সিপাল রুশিনা চৌধুরী ও সিনিয়র শিক্ষিকা রুহেনা চৌধুরীর পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (উওর) ফয়সল মাহমুদ, রাইজ স্কুলের প্রিন্সিপাল ডরেট ওয়াট, নর্থ-ইস্ট মেডিকেল কলেজের সহকারী প্রফেসর ডা. মামুন ইবনে মুমিন, রয়েল এডুকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর গোলাম রাব্বানী চৌধুরী। সেমিনারে স্কুলের শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীদের অভিবাবকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি