হোয়াইটওয়াশ বাংলাদেশ

18

স্পোর্টস ডেস্ক :
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও হেরে গেল বাংলাদেশ। সফরকারীরা ম্যাচটি জিতে নিল ৭৫ রানে। সেই সাথে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি শ্রীলঙ্কা জিতে নিল ২-০ ব্যবধানে। বাংলাদেশ সফরে এসে তিনটি সিরিজ খেলে তিনটিতেই শিরোপা জিতে নিল লঙ্কানরা।
গত মাসে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ত্রিদেশীয় সিরিজ। ওই সিরিজে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। রানার আপ হয় বাংলাদেশ। এরপর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও শিরোপা জিতে নিল দিনেশ চান্দিমালের দল।
রবিবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শ্রীলঙ্কার দেয়া ২১১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২৯ রান করেন তামিম ইকবাল। ২০ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কার পক্ষে শিহান মাদুশানকা ২টি, আকিলা ধনঞ্জয়া ১টি, দাসুন শানাকা ১টি, আমিলা আপোনসো ১টি, জীভন মেন্ডিস ১টি, ইসুরু উদানা ১টি ও দানুশকা গুনাথিলাকা ২টি করে উইকেট নেন।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে আকিলা ধনঞ্জয়ার বলে কুসল মেন্ডিসের হাতে ক্যাচ হন সৌম্য সরকার। চার বল খেলে শূন্য রান করেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে শিহান মাদুশানকার বলে থিসারা পেরেরার হাতে ধরা পড়েন মুশফিকুর রহিম। তিন বল খেলে ছয় রান করেছেন তিনি। তৃতীয় ওভারেই কুসল মেন্ডিসের হাতে ক্যাচ হন মোহাম্মদ মিথুন। তিন বল খেলে পাঁচ রান করেন তিনি।
দলীয় ৫৯ রানে আমিলা আপোনসোর বলে আকিলা ধনঞ্জয়ার হাতে ধরা পড়েন তামিম ইকবাল। ২৩ বল খেলে ২৯ রান করেন তিনি। দলীয় ৬৮ রানে জীভন মেন্ডিসের বলে এলবিডব্লিউ হন আরিফুল হক। তিন বল খেলে দুই রান করেন তিনি।
দলীয় ১১০ রানে রান আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩১ বল খেলে ৪১ রান করেন তিনি। দলের রান যখন ১১৩ তখন ইসুরু উদানার বলে জ্যাফ্রে ভ্যান্দেরসের হাতে ধরা পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি করেন ২০ রান। ১৮তম ওভারে দাসুন শানাকার বলে ইসুরু উদানার হাতে ধরা পড়েন মেহেদী হাসান। ১৯তম ওভারে দানুশকা গুনাথিলাকার বলে বোল্ড হন মোস্তাফিজুর রহমান। এই ওভারেই স্ট্যাম্পিং হন আবু জায়েদ রাহি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার এটি সর্বোচ্চ সংগ্রহ। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার এটি পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ।
গত ম্যাচে ৫৩ রান করে লঙ্কান ওপেনার কুসল মেন্ডিস আজ ৪২ বল খেলে করেন ৭০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। এছাড়া ৩৭ বল খেলে ৪২ রান করেন দানুশকা গুনাথিলাকা। ১৭ বল খেলে ৩১ রান করেন থিসারা পেরেরা। ১৩ বল খেলে ২৫ রান করেন উপুল থারাঙ্গা। ১১ বল খেলে ৩০ রান করেন দাসুন শানাকা। বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহি ১টি, সৌম্য সরকার ১টি, মোস্তাফিজুর রহমান ১টি ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ফল: ৭৫ রানে জয়ী শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা ইনিংস: ২১০/৪ (২০ ওভার)
(দানুশকা গুনাথিলাকা ৪২, কুসল মেন্ডিস ৭০, থিসারা পেরেরা ৩১, উপুল থারাঙ্গা ২৫, দাসুন শানাকা ৩০*, দিনেশ চান্দিমাল ২*; আবু জায়েদ রাহি ১/৪৫, নাজমুল ইসলাম অপু ০/২৮, মেহেদী হাসান ০/২৫, মোস্তাফিজুর রহমান ১/৩৯, মোহাম্মদ সাইফউদ্দিন ১/৪৬, সৌম্য সরকার ১/২৫)।
বাংলাদেশ ইনিংস: ১৩৫ (১৮.৪ ওভার)
(তামিম ইকবাল ২৯, সৌম্য সরকার ০, মুশফিকুর রহিম ৬, মোহাম্মদ মিথুন ৫, মাহমুদউল্লাহ রিয়াদ ৪১, আরিফুল হক ২, মোহাম্মদ সাইফউদ্দিন ২০, মেহেদী হাসান ১১, মোস্তাফিজুর রহমান ৮, আবু জায়েদ রাহি ২, নাজমুল ইসলাম অপু ১*; শিহান মাদুশানকা ২/২৩, আকিলা ধনঞ্জয়া ১/২০, দাসুন শানাকা ১/৫, থিসারা পেরেরা ০/৩৩, আমিলা আপোনসো ১/৩১, জীভন মেন্ডিস ১/৮, ইসুরু উদানা ১/১২, দানুশকা গুনাথিলাকা ২/৩)।
প্লেয়ার অব দ্য ম্যাচ: কুসল মেন্ডিস (শ্রীলঙ্কা)।
প্লেয়ার অব দ্য সিরিজ: কুসল মেন্ডিস (শ্রীলঙ্কা)।