সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখলেন মেয়র আরিফ

39

সিলেটে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ। দর্শকদের তাই উৎসাহের কমতি নেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পুরো গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ। এই দর্শকদের সাথে সামিল হলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুর হক চৌধুরীও।
রোববার সাধারণ গ্যালারিতে বসে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ উপভোগ করেন আরিফ। মেয়রকে কাছে পেয়ে এ সময় দর্শকরাও তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে।
সন্ধ্যা সাড়ে ৭ টায় মাঠে প্রবেশ করেন আরিফুল হক চৌধুরী। ভিআইপি গ্যালারিতে না ঢুকে প্রথমেই তিনি সাধারণ গ্যালারিতে প্রবেশ করেন। মাঠে ঢুকে আরিফুল হক হাত নেড়ে সিলেটের ক্রীড়ামোদী দর্শকদেও অভিবাবদন জানান। দর্শকরাও তাকে করতালির মাধ্যমে গ্যালারিতে স্বাগত জানান। পরে প্রেসবক্সে এসে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন মেয়র আরিফ।
এসময় আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট স্টেডিয়ামটি দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন স্টেডিয়াম। এখানকার দর্শকরাও খুব স্পোর্টিং। যেকোনো খেলায়ই গ্যালারি উপচে পড়ে দর্শক। তারপরও এতোদিন সিলেটের মাঠে বাংলাদেশের কোনো খেলা না হওয়া হতাশজনক।
তিনি সিলেট স্টেডিয়ামে আগামীতে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি জানান। বিজ্ঞপ্তি