শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় জ্ঞান অর্জন করতে হবে – আজম খান

34

সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ও হাম, নাত ও ক্বেরাত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজম খান বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলা ও নৈতিক শিক্ষায় জ্ঞান অর্জন করতে হবে। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার।
গতকাল বেলা ১১টায় সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ও হাম, নাত ও ক্বেরাত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান খানের সভাপতিত্বে বাংলা বিভাগের প্রভাষক আবু তাহেরের পরিচালনায় বার্ষিক মিলাদ মাহফিল উদযাপন কমিটির আহবায়ক মোঃ খায়রুল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাই, পুরস্কার বিতরণ পরে ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ ওয়ালি উল্লার পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে শিরণি বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি