বরইকান্দিতে আল্লামা ফুলতলী স্মরণে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

56

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সা.) এর আদর্শ সমাজে বাস্তবায়ন হলে অবশ্যই শান্তি ফিরে আসবে। ইসলাম সত্য ও মানবতার ধর্ম, ছাত্রছাত্রীরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে সমাজে শান্তি ফিরে আসবে।
গত ১৭ ফেব্র“য়ারী শনিবার দক্ষিণ সুরমার বরইকান্দি লতিফিয়া ইনতেজামেয়া কমিটির আয়োজনে ঐতিহ্যবাহী বরইকান্দি শাহী ঈদগাহ ময়দানে মৌলভী জাবিদ উল্লাহ, হাফিজ আব্দুল জব্বার চিশতি, হযরত রাতিয়া শাহ (রহ.), হযরত সুলতান (রহ.) ও আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ.) ইছালে সওয়াব উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। পর্যায়ক্রমে বরইকান্দি গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল জলিল, বরইকান্দি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্ণিং কমিটির সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ ফয়জুল হক চৌধুরী, প্রবীণ মুরব্বী মোঃ রেদুওয়ান মিয়া, বরইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের সম্পাদক শামছউদ্দিন আহমদের সভাপতিত্বে ও হাফিজ ক্বারী মোঃ হাবিবুর রহমান, মাওলানা দিলওয়ার মাহমুদের যৌথ পরিচালনায় মাহফিলে মহাগ্রন্থ আল কুরআন থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামালবাজার আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি এ.কে. মনোওর আলী, জালালপুর আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জ.উ.ম. আব্দুল মুনঈম, মাওলানা মাহবুবুর রহমান ছালেহী-ঢাকা, বরইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা হাফিজ কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম সিনিয়র মদ্রাসার শিক্ষক মাওলানা মুজাহিদ উদ্দীন।
মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বরইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ ক্বারী সুহেন কবির। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আবু বকর, কামাল হোসেন, হেলাল উদ্দিন, নজরুল ইসলাম সোয়েব, মোঃ জালাল উদ্দিন, শফিউল ইসলাম, জিয়াউল ইসলাম, রুহুল ইসলাম, মুন্না আহমদ, মুফিজুর রহমান মুন্না, সাঈদ আহমদ, সাকিব আহমদ, মাহিদ আহমদ, সমর আহমদ, মান্না আহমদ, সুন্নাহ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি