কীন ব্রীজ থেকে পড়ে নিহত ২ পথশিশুর লাশ ওসমানী হাসপাতালের হিমাগারে

48

স্টাফ রিপোর্টার :
কীন ব্রীজ থেকে পড়ে নিহত হওয়া অজ্ঞাত ২ পথশিশুর লাশ ওসমানী হাসপাতালের মর্গের হিমাগারে রাখা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা এখনও সংগ্রহ করতে পারেনি পুলিশ। গত বুধবার রাতে কীন ব্রীজ এর উপর থেকে নিচে পড়ে গিয়ে ওই ২ পথশিশু মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাত ৯ টার দিকে সুরমা নদীর উপর দিয়ে বয়ে যাওয়া কীন ব্রীজের উত্তর প্রান্তের উপর থেকে পড়ে যায় ২ পথশিশু। কিন্তু তারা পানিতে না পড়ে নদীর তীরে পড়ায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠায়।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, নিহত দুই শিশুর একজনের বয়স ১২ ও অপর জনের বয়স ১৪ বছর। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। বর্তমানে শিশু ২টির লাশ ওসমানী হাসপাতালের মর্গের হিমাগারে রাখা হয়েছে।
কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বেনু চন্দ্র দেব বলেন, দিনের বেলা রিকশা ঠেলে ক্লান্ত হয়ে শিশুরা সুরমা নদীর কীন ব্রিজের রেলিংয়ে শুয়ে থাকে। ধারণা করা হচ্ছে বিশ্রাম নিতে গিয়ে অসতর্কতায় ওই ২ পথশিশু ব্রীজের নিচে পড়ে মারা যায়।