১২তম স্টুডেন্ট মেধাবৃত্তি এর ফলাফল

39

গত শনিবার বিকাল ৫টায় দাড়িয়াপাড়াস্থ স্টুডেন্ট ফাউন্ডেশন এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১২তম স্টুডেন্ট মেধাবৃত্তি ’১৭ এর ফলাফল ঘোষণা করেন বিশিষ্ট শিক্ষাবিদ স্টুডেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এম এমদাদুল হক মিলন।
এতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মোঃ আবু তাহের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিষ্টার মোঃ সেলিম, লিডিং ইউনিভারসিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার এম আমিনুল হক ইমান, বৃত্তি পরিচালনা উপদেষ্টা কমিটি মন্ডলির সম্মানিত সভাপতি শিক্ষাবিদ মোঃ হাসেম, ডাক্তার রবিউল ইসলাম, এড: অভিজিত দাস বাবু, জিন্দাবাজারের বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ মোঃ খোরশেদ আলম, প্রবীণ সাংবাদিক এম সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বার, ও মোঃ মীর হোসেন এ ছাড়া ও বিপুল সংখ্যাক সম্মানিত অভিভাবক ও অত্র এলাকার গণ্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
বৃত্তি পরিক্ষা সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন স্টুডেন্টস হোম স্কুল ও কোচিং এর শিক্ষক – শিক্ষিকা বৃন্দ।
বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের রোল নং-
অ+ – ১ম শ্রেণী -৭১২, ২য় শ্রেণী- ১৬৭, ১৪৫, ৭৯১, ৩য় শ্রেণী- ১১৩, ৫ম শ্রেণী – ৪৪৭, ৪৩০, ৬ষ্ঠ শ্রেণী- ৫৪৫, অ – ১ম শ্রেণী-৭০৯, ২য় শ্রেণী- ৭৫৭,৭৯৮, ৭৫৮, ১৩১, ১৪৪, ১৫৭, ৩য় শ্রেণী – ২৫৮, ০৭৯, ৪র্থ শ্রেণী- ৩৯০, ৫ম শ্রেণী- ৪২৯, ৬ষ্ঠ শ্রেণী- ৫৪৮, ৫৪০, ৭ম শ্রেণী- ৫৭৭, ৫৮৫, ই – ১ম শ্রেণী- ৭২১, ৭১১, ২য় শ্রেণী- ৭৬৩, ৭৪৬, ৩য় শ্রেণী- ০৯৬, ৪র্থ শ্রেণী- ৩৮১, ৩৯১, ৩৬৭, ৫ম শ্রেণী- ৪৩৯, ৪৫১, ৪৬৮, ৬ষ্ঠ শ্রেণী- ৫২৮, ৭ম শ্রেণী- ৫৭৯ , ঈ – ২য় শ্রেণী- ১৮৩, ৩য় শ্রেণী- ১০০,২৭০, ৪র্থ শ্রেণী- ৩৭২, ৫ম শ্রেণী- ৫০৯ ,৪৬৩, ৬ষ্ঠ শ্রেণী- ৫৪২, ৫৫১, ৭ম শ্রেণী – ৫৮২, ৫৮৯
বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের নির্ধারিত তারিখ যথাসময়ে ছাত্র-ছাত্রীদের জানানো হবে। বিজ্ঞপ্তি