ভাষার কলি

46

রমজান আলী রনি

রক্তেমেশা মাতৃভাষা
জুরায় মনের স্বাদ
ভাষারকলি মুখে তুলি
মুক্ত প্রাণের বাঁধ।

রক্তে লেখা স্বপ্নে দেখা
আমার সোনার দেশ
ভাষা দুলে মায়ের কোলে
মিষ্টভাষী রেশ।

শহীদ হলো যুদ্ধ বলে
মাতৃভাষার জন্য
ভাষার তরে মনের ঘরে
সোনার বাংলা ধন্য।

ব্যথা ভুলে মায়ের চুলে
হাসে রাঙা তাজ
সবার মনে সবার পণে
মাতৃভাষার সাজ!