দোয়ারাবাজারে ওএমএস’র ২৯ বস্তা চাল জব্দ, আটক ১ ব্যবসায়ী

40

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজারে খোলাবাজারে ন্যায্য মূল্যে বিক্রির (ওএমএস) সরকারি ২৯ বস্তা চাল জব্দ ও ১ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে অবৈধ ভাবে বিক্রি করার সময় উপজেলার স্থানীয় পূর্ব বাংলাবাজারে জনতা আটক করে পুলিশে খবর দেয়। পুরে পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ কেজির ২৯ বস্তা চাল ও সরকারি চাল ক্রয় করার অপরাধে মমিন মিয়া (৭০) নামের এক ব্যবসায়ীকে আটক করে। পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় ওএমএস এর ডিলার সেলিম মিয়া দুটি ভ্যানে করে চাল বিক্রির সময় স্থানীয় জনতা বাধা দেয় এবং তা আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চাল জব্দ করেন। তবে ওএমএস ডিলার সেলিম মিয়ার কাছে জানতে চাইলে তিনি ওই সব সরকারী চাল তার নয় বলে জানান। দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন বলেন, বাংরাবাজার হতে ন্যায্য মূল্যের ২৯ বস্তা চাল জব্দ ও এক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।