ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে মতবিনিময় সভা

85

গত ৩১ জানুয়ারী এবং ১ ফেব্র“য়ারী রিকাবীবাজারে অনুষ্ঠিত হল ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্যোগে স্থানীয় ব্যাংক, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ট্রাভেল এজেন্সী, কর্পোরেট ক্লায়েন্ট, ফার্মাসিস্ট, ডায়াগনোস্টিক মালিক ও ডাক্তারদের নিয়ে পৃথক পৃথক মতবিনিময় সভা। ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সেন্টার ইনচার্জ মোবারক হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইবনে সিনা ট্রাস্টের জি.এম এন্ড হেড অব মার্কেটিং এ.এন.এম তাজুল ইসলাম। তিনি অত্র শাখায় স্পাইরাল সিটি স্ক্যান, ৪উ আল্ট্রাসনোগ্রাম, ইকো, ডিজিটাল এক্স-রে, অটোমেটেড ব্লাড কালচারসহ সর্বাধুনিক যন্ত্রপাতি সমূহ এবং নিয়মিত চেম্বার বিশেষজ্ঞ চিকিৎসকগণের সেবা সমূহ তুলে ধরেন।
তিনি এ সকল প্রতিষ্ঠান প্রধান ও ডাক্তারদেরকে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর বিভিন্ন সেবা সমূহ নিরবিচ্ছিন্ন ভাবে প্রদানের ব্যাপারে আশ^স্ত প্রদান করেন এবং বিশেষ কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা প্রদানের ঘোষণা দেন। সভাপতির বক্তব্যে হাসপাতালের পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে অত্যন্ত নিষ্ঠার সাথে শুধু মাত্র চাকুরীর মানিষকতা পরিহার করে আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের উদ্দেশ্যে দায়িত্ব পালনের আহবান জানান। সভায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ডাক্তার ও অতিথিগণ ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, রিকাবীবাজারের বিভিন্ন সার্ভিস সম্পর্কিত তথ্য সমূহ জেনে আনন্দিত হন এবং সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্র“তি দেন। এ সকল মতবিনিময় সভায় প্রায় তিন শতাধিক ডাক্তার, কর্পোরেট ক্লায়েন্ট ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর ম্যানেজার (এডমিন) মোঃ তারিকুল ইসলাম ও ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুল হক, এসিস্ট্যান্ট ম্যানেজার- মোঃ রেজাউল করিম, মোঃ রবিউল আউয়াল, মার্কেটিং অফিসার মোঃ মামুন সরকার, মোহাম্মদ শাহেদ আলী মোঃ শফিকুল ইসলাম, মোঃ জহুরুল ইসলাম ও শরীফুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি