৮ ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে আওয়ামীলীগ

24

কাজিরবাজার ডেস্ক :
আওয়ামী লীগ ৮ ফেব্র“য়ারি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনোভাবেই উসকানিমূলক কিছু করা হবে না। ওই দিনের পুরোপরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতির ওপরই নির্ভর করবে আওয়ামী লীগ। কোনও মহল যাতে দাবি করতে না পারে যে, আওয়ামী লীগ উসকানি দিয়েছে। তাই মাঠে না থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীনরা।
তাছাড়া, খালেদা জিয়ার মামলা যেহেতু আইন-আদালতের বিষয়, তাই রাজনৈতিক প্রস্তুতি নেওয়ার কোনও আগ্রহ নেই আওয়ামী লীগের। তবে সজাগ-সতর্ক ও পুলিশকে সহযোগিতা করতে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। ৮ ফেব্র“য়ারি নিয়ে আওয়ামী লীগের নেতারা এই প্রস্তুতির কথা জানিয়েছেন।
তারা আরও বলেছেন, ৮ ফেব্র“য়ারি উল্লেখযোগ্য কোনও রাজনৈতিক ঘটনার দিন নয়, তাই আওয়ামী লীগের পক্ষ থেকে কোনও রাজনৈতিক প্রস্তুতি নেই। ৮ ফেব্রুয়ারি নিয়ে কারও নৈরাজ্য সৃষ্টির আকাঙ্ক্ষা থাকলে তা পুরোটাই মোকাবিলার দায়-দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, (৬ ফেব্রুয়ারি) থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবে। দেশের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবো আমরা।’
তিনি বলেন, ‘গায়ে পড়ে দেশে অশান্তি ডেকে আনবো কেন?’ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের প্রস্তুতিই হলো দেশবাসীকে নিয়ে সতর্ক থাকা। আমরা ৮ ফেব্রুয়ারিতে সজাগ ও সতর্ক থাকবো।’
সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারি যার যার পাড়া-মহল্লায় আওয়ামী লীগ নেতারা সজাগ থাকার নির্দেশনা পেয়েছেন। কার পাড়ায় কারা নতুন এসেছেন, কেন এসেছেন, এসব খোঁজ-খবর রাখতে বলা হয়েছে। পাড়া-মহল্লা থেকে মিছিল বের করতে চাইলে তাও ঠেকাতে এবং পুলিশকে জানাতে বলা হয়েছে।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, ‘ওইদিন কোনও মহল নাশকতার চেষ্টা করলে, তা মোকাবিলার জন্যে পুলিশ রয়েছে। এটা যেহেতু রাষ্ট্রীয় বিষয়, সরকারের বিষয় সরকারই জানে তারা কী করবে? এখানে আওয়ামী লীগের প্রস্তুতির কিছু আছে বলে মনে করি না।’