শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তার ছিঁড়ে ইন্টারনেট অপারেটরের মৃত্যু

37

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরতলীর মতিগঞ্জ এলাকায় ইন্টারনেট লাইনে মেরামত করতে গিয়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে মো. শাহজাহান (২০) নামে এক ইন্টারনেট অপারেটরের মৃত্যু হয়েছে।
৫ ফেব্র“য়ারি সোমবার সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ী সাতগাঁও মাধবপাশা নতুনবাজার এলাকার সাহেদ আলী ছেলে।
স্থানীয়রা জানান, নিহত শাহজাহান মতিগঞ্জ বাজারে ইন্টারনেটের ক্যাবল তার টানতে গিয়ে বিদ্যুৎ লাইনের তার ছিড়ে তার উপরে পড়ে। এসময় ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইন থেকে আগুনে দগ্ধ হয়ে সে মাটিতে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠিয়েছে।
শ্রীমঙ্গল ফায়ার সাভিসের স্টেশন ম্যানেজার স্বপন লাল চক্রবর্তী বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে দগ্ধ হয়ে শাহজান ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ইন্টারনেট অপারেটরের ঘটনায় পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ি করেন। কারণ বিদ্যুৎ অফিস অনুমতি না দেয় তাহলে ডিস লাইন ও ইন্টারনেট লাইন সংযোগের ক্ষেত্রে বিদ্যুৎ লাইনের কুটি ডিস ব্যবসায়ী বা ইন্টারনেট ব্যবসায়ী কিভাবে ব্যবহার করে। এটি সম্পূর্ণ অবৈধ।’