প্রবীণদের উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে – বিভাগীয় কমিশনার

56

বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, অসহায় প্রবীণদের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধম্যেই দেশ থেকে ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য এবং বঞ্চনা রোধ করা সম্ভব।
তিনি গতকাল (৪ ফেব্র“য়ারী) রবিবার ফ্রেন্ডস্ ইন্ ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-পিকেএসএফ-এর সহযোগিতায় ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’-এর আওতায় দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে বয়স্ক ভাতা এবং বিশেষ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এফআইভিডিবি-এর নির্বাহী পরিচালক যেহীন আহমদ-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা। এছাড়াও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ আবদুল হক এবং দক্ষিণ সুরমা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোছাম্মৎ খালেদা খাতুন রেখা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি