গোলাপগঞ্জে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ৬

69

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে পৌর এলাকার গোডাউন রোডের কদমতলীতে এ ঘটনা ঘটে। এ সময় পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খানসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, রবিবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেটে আগমণকে স্বাগত জানিয়ে উপজেলা ও পৌর ছাত্রদল গোডাউন রোডের কদমতলীতে মিছিল বের করে। এসময় পুলিশ মিছিলে বাধা দিলে মিছিলকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এসময় পুলিশ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সুফিয়ান আহমদ খান সহ ৬ জনকে আটক করে। আটককৃত অন্যরা হলেন- পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক টিকরবাড়ী এলাকার সুফিয়ান আহমদ (৪০), ফুলবাড়ী এলাকার ফয়েজ আহমদ (৩২), উজ্জল আহমদ (৩৫), কালা জাহাঙ্গির (৩৪, বিশ্বনাথের আক্তার মিয়া (৩০) ও ফুলবাড়ীর সাজু আহমদ (২৬)।
গোলাপগঞ্জ মডেল থানার এএসআই শংকর দেবনাথ ৬ জনকে আটককের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশৃংঙ্খলা ঠেকাতে পুলিশ তাদের বাধা দিয়েছে। এসময় ছাত্রদল কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পৌর ছাত্রদল নেতা জুবেল আহমদ জানান, আমাদের শান্তিপূর্ণ স্বাগত মিছিলে পুলিশ হামলা করেছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি সিলেটে একটা মিটিংয়ে আছি থানায় এসে বিস্তারিত বলবো।