বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত’র ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

84

নগরীর মিরাবাজার আগপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা গোলাপ গঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক, গ্রাম পুলিশ সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি আব্দুল বাছিত গতকাল ৩ ফ্রেব্র“য়ারী শনিবার ভোর ছয়টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি… রাজিউন)। আব্দুল বাসিত দীর্ঘদিন যাবৎ ক্যান্সার সহ বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ ছেলে ২ মেয়ে আত্মীস্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আছর মরহুমের আদিনিবাস গোলাপ গঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বড়াইয়া গ্রামে জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসিতের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জালালাবাদ থানা আওয়ামীলীগের প্রধান উপদেস্টা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এম এ কুদ্দুস, মুক্তিযোদ্ধা আব্দুস সুবহান চাঁন মিয়া, মহানগর ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, সিলেট জর্জকোর্টের বিভাগীয় স্পেশাল পিপি শাহ মোশাহিদ আলী এডভোকেট, সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, মহানগর কৃষকলীগের সভাপতি আব্দুল মোমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শাহ আহমদুর রব, শাহজালাল উপশহর হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট ছালেহ আহমদ সেলিম, শাহজালাল উপশহর হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আক্কাস আলী, দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাবেক ছাত্র নেতা এনামুল হক লিলু প্রমুখ। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি