ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে অসহায় মানুষের অধিকার নিশ্চিত হবে ——–এডভোকেট জুবায়ের

65

আসন্ন সিলেট সিটি কর্পোরশেন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন- ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ হলে ধনী-গরীবের ব্যবধান দুর হবে। অসহায় মানুষের কল্যানে বিত্তবানরা এগিয়ে আসতে উদ্ধুদ্ধ হবে। জামায়াতে ইসলামী মানবতার কল্যান নিশ্চিত করতে বাংলাদেশের সবুজ ভূ-খন্ডে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সুমহান দায়িত্ব পালন করছে। দেশব্যাপী প্রচন্ড শীতে অসহায় মানুষ কষ্ট করছে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সমাজের অসহায় মানুষের কল্যানে এগিয়ে আসতে হবে। যা দেখে অন্যান্যরা উৎসাহিত হবে।
তিনি গতকাল সিলেট মহানগরীর জালালাবাদ থানার অন্তর্গত টুকেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নগরীর মদীনা মার্কেট এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি রিয়াজ মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী সুজন মাহমুদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জালালাবাদ থানা আমীর মুফতি আলী হায়দার ও সেক্রেটারি মাওলানা আব্দুস শহিদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফয়জুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি সভাপতি তুহিন ব্যাপারী, দপ্তর সম্পাদক বদরুল হক, এইচআরডি সম্পাদক নজরুল ইসলাম, টুকের বাজার ইউপি সদস্য তারেক মিয়া বাবুল মেম্বার, জামায়াত নেতা তাজুল ইসলাম, মিসবাউর রহমান, কয়সর মিয়া, ফেরদৌস আহমদ, ক্বারী পাড়ার বিশিষ্ট মুরব্বী সিরাজ মিয়া, মিজান মিয়া, সিরাজ মিয়া, হাফেজ শামীম, আব্দুল জব্বার, হোসাইন আহমদ, সুয়েব আহমদ, রেদওয়ান, কামরুল, সুবেল, ফারুক ও হাফেজ শাকিল প্রমুখ। বিজ্ঞপ্তি