ভেজাল ঔষধ ও ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী

35

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ২ ফেব্র“য়ারী দুপুরে নগরীর সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের পরিচালনায় সভায় বলা হয় ভেজাল ঔষধ ও ভেজাল খাদ্যে বাজার সয়লাব হয়ে গেছে। এসব ভেজাল ঔষধ ও খাদ্য খেয়ে মানুষ নানা রোগব্যাধিতে আক্রান্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভেজাল ঔষধ ও ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন-সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মানিক মিয়া, দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া), এম.এ. রকিব, আবেদ আক্তার চৌধুরী, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, তামীম চৌধুরী আপন, শওকত আলী, ইমরান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি