ওসমানীনগরের প্রত্যন্ত অঞ্চলে উচ্চ শিক্ষার দ্বার খোলে দিয়েছে মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজ – এহিয়া চৌধুরী এমপি

38

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বন ও পরিবশে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, প্রত্যন্ত অঞ্চলে উচ্চ শিক্ষার দ্বার খুলে দিয়েছে মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজ। এলাকার প্রবাসী পরিবারের মহৎ উদ্যোগে পাড়া গায়ে এই কলেজটি নির্মিত হওয়ায় এ অঞ্চলের সাধারণ পরিবারের শিক্ষার্থীরাও উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছেন। কলেজটির দ্রুত উন্নয়নে স্থানীয়দের পাশাপাশি সরকারী সহায়তা অব্যাহত রয়েছে। ফলে এলাকার শিক্ষা ব্যবস্থা আরো অতি প্রসারিত হচ্ছে। শ্রেষ্ঠতার সুনাম অর্জনের লক্ষ্যে ইতিমধ্যে এই কলেজটি শতভাগ ফলাফলসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশে এগিয়ে রয়েছে। কলেজটি এমপিওভুক্তিকরণসহ সার্বিক উন্নয়নে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ইতিমধ্যে সরকারী অর্থায়নে অত্র কলেজ ক্যাম্পাসে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে একটি ফ্লাড সেন্টার নির্মাণ কাজের অনুমোদন হয়েছে। গতকাল বিকেলে মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজে পরিচালনা কমিটির উদ্যোগে এমপি এহিয়া চৌধুরীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্য সহল আল রাজী চৌধুরী, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, জাপানেতা আতাউর রহমান আতা, কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য প্রবাসী মুহিনুজ্জামান শাহীন, প্রবাসী শাহেদ আহমেদ চৌধুরী, কলেজ পরিচালনা কমিটির উপদেষ্টা ডা: শফিকুর রহমান চৌধুরী, নওশেদ মিয়া, স্থানীয় বাসিন্দা জাকির আহমদ, ইলিয়াস হোসেন লেফাছ, সেলিমুর রহমান প্রমুখ। সম্মাননা পত্র পাঠ করেন শিক্ষার্থী সানজিনা আক্তার। অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সিকন্দরপুর আলহাজ্ব আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সূত্রধর ও কলেজের উপদেষ্টা, সালিশি ব্যক্তিত্ব দবির মিয়াকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।