শাহজালাল (রহ.) ফাউন্ডেশন এর সেমিনারে আলী উমর ইয়াকুব আব্বাসী শাহজালালের মাটিতে মদিনার মাটির ঘ্রাণ পাওয়া যায়

109

শাহজালাল (রহ.) ফাউন্ডেশন বাংলাদেশের আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মুসলমানের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দসের প্রধান ইমাম ও খতীব আল্লামা শায়খ আলী উমর ইয়াকুব আল আব্বাসী বলেন, ইসলামের সুমহান আদর্শের প্রচার ও প্রসারের মহান লক্ষ্যে ৩৬০ আউলিয়াকে সঙ্গে নিয়ে ৬৩১ হিজরিতে আধ্যাত্মিক ভাবে জায়নামাজের মাধ্যমে সুরমা নদী পাড়ি দিয়ে হযরত শাহজালাল (রহ.) সিলেটে আগমন করেন। শাহজালাল (রহ.) এর আজানের ধ্বনিতে রাজা গৌড় গোবিন্দের সাত তলা বিশিষ্ট অট্টালিকা ভেঙে যায়, এই মহান ওলির আগমনে সিলেট তথা সারা বাংলার মুসলমান আজ গৌরবান্বিত, যার দরুন সিলেটবাসী পেয়েছে আধ্যাত্মিক রাজধানীর মর্যাদা। শাহজালালের অধ্যুষিত সিলেট আজ বিশে^র দরবারে আলিম-উলামা ও মসজিদ, মাদ্রাসার নগরী হিসেবে সু-পরিচিত। শাহজালালের ইতিহাস ঐতিহ্য বুকে ধারণ করে ইসলামের সুমহান আদর্শ গোটা বিশে^ পৌঁছে দিতে হবে।
গতকাল ২৯ জানুয়ারী সোমবার নগরীর দরগা গেইটস্থ শহীদ সুলেমান হলে শাহজালাল (রহ.) ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মহাসচিব হাফিজ মাওলানা এখলাছুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা আরিফুল হক ইদ্রিস এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইয়াকুব আব্বাসী উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেন, বিশ^বাসীর কাছে আজ একটি গ্রহণ যোগ্য আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট যেভাবে শাহজালাল (রহ.) আগমন করেছিলেন ঠিক তেমনিভাবে সারা দুনিয়ার পীর মাশায়েখ, ওলি, আউলিয়ারা আগমন করতেছেন, যেভাবে আজ সুদুর ফিলিস্তিন থেকে মসজিদুল আকসার ইমাম সাহেব আসছেন। অতীতেও এই মাটিতে হুসাইন আহমদ মাদানি (রহ.) সহ অনেক বুজুর্গানে দ্বীন আগমন করেছেন।
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ফাউন্ডেশন সিলেট এর সহকারী পরিচালক বিশিষ্ট লেখক ও গবেষক শাহ মাওলানা নজরুল ইসলাম।
উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা আল ফালাহ সেন্টার ইউকের চেয়ারম্যান মাওলানা শায়খ ফরিদ আহমদ খান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা ক্বারী মোজাম্মিল হোসাইন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা শরাফত হোসাইন চৌধুরী, ইয়াতিম ও গরীব ট্রাষ্ট্রের চেয়ারম্যান মাওলানা সালেহ আহমদ হামিদী, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা খতীব তাজুল ইসলাম, মদনমোহন কলেজের সাবেক প্রিন্সিপাল আতাউর রহমান পীর, বাংলাদেশ খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুছা মোল্লা, বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ রফিকুল ইসলাম বাদল, শাহজালাল (রহ.) ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা: মোস্তফা আহমদ আজাদ, ডা: মাওলানা আব্দুল আহাদ, কাজী জুনেদ আহমদ, মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, শায়খুল হাদীস মাওলানা কয়েছ, মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, হাফিজ মাওলানা রেজাউল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সাদিক সালীম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফিজ ময়নুল ইসলাম আশরাফ, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, মহানগর সহ-সভাপতি হাফিজ মাওলানা গিলমান আহমদ, সহ-সেক্রেটারী মাওলানা মনিরুল ইসলাম ফুয়াদ, আহমদ মাসুম তালুকদার হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা মুশাহিদ শিকদার, মাওলানা সুলাইমান আহমদ, জেলা সেক্রেটারী হাফিজ আখতার হোসাইন। বিজ্ঞপ্তি