জাতিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে —————- মাওলানা সৎপুরী

72

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা আবু তায়্যিব সৎপুরী বলেছেন, দেশ থেকে ঘুষ দুর্নীতি দূর করতে হলে জাতিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। চারিদিকে আজ শুধু অন্ধকার, যেদিকে তাকানো যায় সেদিকে অন্যায়, অত্যাচার, জুলুম নির্যাতনে জাতি নিমর্জ্জিত। ঘুষ দুর্নীতিতে ছেয়ে গেছে সর্বত্র। এসব থেকে রক্ষা পেতে সবাইকে ইসলামের ছায়াতলে সমবেত হতে হবে। তিনি ছাতকের আল ইকমা জামেয়ার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি জামেয়ার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ইমরুল হাসান জাফরীর উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া ওয়াজ মাহফিলে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসী বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব নূর মিয়া, ডা. শাহ সাইদুর রহমান, ছাতক ইসলামী সোসাইটি ইউকের সদস্য বাবুল মিয়া, মাওলানা মাসুক আহমদ, আরশ আলী মেম্বার, মাওলানা খাদিমুল ইসলাম।
তাফসির পেশ করে ইসলামী চিন্তাবিদ মাওলানা ছাদিক সিকান্দার, মাওলানা আব্দুল হাফিজ মাসুদ অনন্তপুরী, মোহাদ্দিস মাওলানা হাবিবুল্লা, মুফতি মাওলানা সামসুল ইসলাম, মাওলাম আলী আহমদ জগন্নাথপুর, মাওলানা আবুজর মাহতাবী, মাওলানা মসিউর রহমান প্রমুখ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার গভর্ণিং বডির চেয়ারম্যান ওবায়দুল হক শাহীন, নূর আহমদ, হীরণ, ইসলামী সমাজকল্যাণ পরিষদের সাবেক সভাপতি সুজন মিয়া, সেলিম উদ্দিন, লায়েক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি