রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রফেসর শিবলী ॥ বাংলাদেশকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যেতে হবে

37

নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আতফুল হাই শিবলী বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের নিজ অবস্থান থেকে সমাজ ও দেশের জন্য কাজ করে যেতে হবে। রোটারিয়ানরা সমাজকে নিয়ে চিন্তা করেন, সমাজের জন্য কাজ করেন। দেশ ও সমাজের কল্যাণে তাদের কার্যক্রম প্রশংসনীয়।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে আয়োজিত ভকেশনাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গত ২৭ জানুয়ারী শনিবার সন্ধ্যায় নগরীর তালতলাস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সাব্বির আহমদেও সভাপতিত্বে ও সেক্রেটারি শাসসুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটরিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি নজরুল ইসলাম, রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান, রোটারিয়ান পিপি আফছর উদ্দিন পিএইচএফ এমডি, রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি সুজাত আলী। উপস্থিত ছিলেন, রোটারিয়ান আইপিপি এডভোকেট শহিদুল ইসলাম, রোটারিয়ান বিকাশ কান্তি দাশ, রোটারিয়ান আহমেদ রশিদ, রোটারিয়ান আলী হোসেন, রোটারিয়ান স্বরাজ বন্ধু দাশ, রোটারিয়ান আফসর উদ্দিন আহমেদ প্রমুখ।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৫জনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, সাংবাদিকতায় এটিএন বাংলার সিলেট ব্যুরো চীফ মুজিবুর রহমান জকন, শিক্ষায় মদন মোহন কলেজের ভাইস প্রিন্সিপাল (একাডেমিক) অধ্যাপক মো, রফিকুল ইসলাম, স্বাস্থ্য ক্ষেত্রে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের সিনিয়র নার্স রেখা রানী বশাক, নারী উদ্যোক্তা সিলেট উইমেন্স চেম্বারের ডাইরেক্টর রুনা বেগম ও সিলেট পোস্ট অফিসের ডেপুটি পোস্ট মাস্টার আব্দুল মালেক। এয়াড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সুমাইয়া বেগম ও প্রজ্ঞা রানী দাশকে সম্মননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। পরে পুরস্কাপ্রাপ্তরা অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি