খেলাধূলা মনকে প্রফুল্ল রেখে সকল কাজে সহযোগিতা করে – জেলা প্রশাসক

22

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বিকাল ৩টায় সম্পন্ন হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্যাপন পরিষদের সভাপতি ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আজ একটি বিশেষ দিন। আর এই দিনটি সকলেই সফল ভাবে পালন করতে পেরেছে। লেখাপড়া মানুষকে সকল দিকে এগিয়ে নিয়ে যায় এবং খেলাধূলা মনকে প্রফুল্ল রেখে সকল কাজে সহযোগিতা করে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এ বছর শিক্ষা ও খেলাধূলায় জয়ী হয়েছে তাদের আরো এগিয়ে যেতে হবে এবং যারা অংশগ্রহণ করে পুরস্কার নিতে পারেনি তাদের আগামীতে আরো ভাল করে চেষ্টা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, গতকাল ২৭জানুয়ারি শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ক্রীড়া উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু শাফায়েত মোঃ শাহেদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের সহধর্মিনী কাজী পারভীন আক্তার সাঈদ, সিলেট জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান, সহকারি প্রধান শিক্ষক কবির খান।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্যাপন পরিষদের সম্পাদক ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ মাসুক মিয়া এবং ফৌজিয়া আক্তারের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক ছাদিকুল হাসান চৌধুরী, হরিধন সূত্রধর, সুচরিতা দাস, তানজিমা জামান, জয়নাল আবেদীন খান, শওকত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি