অনাবিলের ব্যতিক্রমী গেট টুগেদার প্রোগ্রাম ॥ সবার মধ্যে তৈরী হোক ভালোবাসার অটুট বন্ধন

69

‘সবার মধ্যে গড়ে উঠুক হৃদ্ধতা, সবার মধ্যে তৈরী হোক ভালোবাসার অটুট বন্ধন’ এই শ্লোগানকে সামনে রেখে গেট টু গেদার প্রোগ্রামের আয়োজন করে অনাবিল সমাজ কল্যাণ সংস্থা। এলাকার প্রত্যেক লোকদের মধ্যে দৃঢ় সম্পৃতি ও ঐক্য বজায় রাখতে ব্যতিক্রমি এই প্রোগ্রামের আয়োজন করা হয়। শনিবার রাতে নগরীর জেলরোডে একটি হোটেলে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি সুদিপ বৈদ্যের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফয়সল আহমদ বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ওসমানী মেডিকেল কলেজের হৃদরোগ ও মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শুয়াইব আহমদ শোয়েব। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাবিবুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী আব্দুল করিম টফিক, মির্জা বেলায়েত হোসেন লিটন। অন্যানের মধ্যে বক্তব্য দেন গুলজার আহমদ খান, জুবের আহমদ শাকিল, বিক্রম কুমার বৈদ্য, রিংকু বৈদ্য, শেকিল আহমদ খান বাবলু, রঞ্জন কর্মকার, বিধান কুমার বৈদ্য, সোহেল আহমদ, সুদীপ বৈদ্য সুইট বৈদ্য, তামিম আহমদ খান, লিটন শীল, দীপ্ত বৈদ্য, রাজিব বৈদ্য, রবিন বৈদ্য প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অনাবিল সমাজ কল্যাণ সংস্থার অধীনে থাকা বাড়ি-ঘরগুলো এখন অনেকটাই বাণিজ্যিক হয়ে গেছে। ফলে পুরো এলাকা হয়ে পড়েছে বাণিজ্যিক। আর বাণিজ্যিক এলাকা হওয়ায় নানা ধরনের মানুষজন এসে বসত গেড়েছে পুরো অনাবিল জুড়ে। এজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বাসা-বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার আহবান জানানো হয়। বিশেষ করে কোন অজানা অচেনা লোককে দেখলে বা সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে ক্লাব কর্মকর্তা বা পাশেই এসএমপি কমিশনার কার্যালয়ে জানানোর আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি